জহিরুল হক মুকুলের কবিতা স্বাধীনতা তুমি
স্বাধীনতা তুমি
——————
স্বাধীনতা তুমি
গত ২০০ বছরের শোষন ও বন্ছনার বিরুদ্ধে জনতার তীব্র হুংকার
স্বাধীনতা তুমি
গত ২০০ বছরের ভারতবাসীর বৃটিশ দখল দারিত্বের বিরুদ্ধে জনতার তীব্র লড়াই
স্বাধীনতা তুমি
পাক শ্রেনী বৈষম্যের বিরুদ্ধে এক বজ্রকন্ঠ
স্বাধীনতা তুমি
অন্যায় অবিচার আর অসমতার বিরুদ্ধে বাংগালী জাতীর তীব্র হুংকার
স্বাধীনতা তুমি
৫২ র ভাষা আন্দোলনের সূচনালগ্ন
স্বাধীনতা তুমি
অধিকার বন্ছিত বাংগালী জাতির তীব্র
আন্দোলনের ফসল
স্বাধীনতাতুমি
পাক দখলদারদের বিরুদ্ধে দীর্ঘ নয় মাস বাংগালী জাতীর রণযুদ্ধ
স্বাধীনতা তুমি
৩০ লাখ শহীদের আত্বত্যাগ
স্বাধীনতা তুমি
লান্ছিত মা বোনের সম্ভ্রমহানীর আত্বরক্ষার প্চন্ড হুংকার
স্বাধীনতা তুমি
আমার শহীদের রক্ত মাখা
মোর প্রিয় মাতৃভুমি
“ বাংলাদেশ”
আমি তোমায় ভালবাসি
স্বাধীনতা তুমি
অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা আর নিশ্চিত জীবনের গ্যারান্টি
স্বাধীনতা তুমি
একটি সারবভোমত্ত্ব ও নিরাপদ ভূখণ্ড
স্বাধীনতা মানে
নিশিচত নাগরিক অধিকার আর আইনের শাসন প্রতিষ্ঠা
স্বাধীনতা মানে
গণতান্ত্রিক চর্চা, এর প্রয়োগ, উত্তরণ ও বিকাশ সাধন
স্বাধীনতা তুমি
ভবিষ্যত শিশুটির উন্নত জীবনের স্বপ্নপুরী
স্বাধীনতা তুমি
অন্যায়, অত্যাচার আর দুর্নীতির বিরুদ্বে এক বজ্র কন্ঠস্বর
স্বাধীনতা তুমি
তারুন্য দিপ্তি, উৎসাহ আর উদ্দীপনা
হে স্বাধীনতা
বহু ত্যাগ আর তিতীক্ষার বিনিময়ে
১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বরে
একটি স্বাধীন ও সার্বভৌম রাস্ট্র “বাংলাদেশ পাওয়া”!!
কারো দয়ায় নই এই অর্জন
এ ছিল আমাদের একান্ত প্রাপ্য, একান্ত অধিকার
তুমি তো চিলে বহু দিনের লালিত স্বপ্ন!!
হে স্বাধীনতা
তুমিহীনা এ জীবন বৃথা!
স্বাধীনতা তুমি
আমার শহীদের রক্ত মাখা
মোর প্রিয় মাতৃভুমি
“ বাংলাদেশ”
আমি তোমায় ভালবাসি
– Zahirul Haque Mukul, Pennsylvania