মশিউর আনন্দ, ঢাকা
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ডান্স এগেইনস্ট করোনা শীর্ষক কর্মসূচী গ্রহণ করেছে। ২০-২২ জানুয়ারি ২০২২ বিকাল ৪টা থেকে জাতীয় নাট্যশালা মিলনায়তনে ৭৫টি দলের নতুন নৃত্য নিয়ে তিন দিনব্যাপী “জাতীয় নৃত্য উৎসব” শুরু হয়েছে। ২০ জানুয়ারি -২০২২ বিকাল ৪টায় উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি ছিলেন-
প্রধান অতিথি: জনাব কে এম খালিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
বিশেষ অতিথি: জনাব মিনু হক, সভাপতি, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সভাপতি জনাব লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
স্বাগত বক্তব্য রাখেন জনাব মো.আছাদুজ্জামান, সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব কাজী আফতাব উদ্দীন হাবলু, পরিচালক, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ।
৭৫টি মৌলিক নতুন নৃত্য সৃজনের উদ্দেশ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। যেখানে দেশের প্রথিতযশা নৃত্য পরিচালকসহ নবীন নৃত্য পরিচালকদেরও কাজ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে।
৭৫ টি দলে ১০ জন করে নৃত্যশিল্পী কাজ করার সুযোগ পেয়েছে। আবার কোন কোন দলে ২০/৩০ জন নৃত্যশিল্পীও অংশগ্রহণ করেছে। এতে করে ৭৫ জন নৃত্য পরিচালকসহ দেশের প্রায় এক হাজার নৃত্যশিল্পীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পৃষ্ঠোপষোকতা করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে এতোগুলো মৌলিক নৃত্য নিয়ে এটিই প্রথম উৎসব। একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের পরিবেশনা এছাড়াও বিভিন্ন সংগঠন একই সময়ে নিজ নিজ জেলায় তাদের প্রযোজনা মঞ্চস্থ করছেন।
২১ জানুয়ারি উৎসবের পরিবেশনা ছিলো-
১) নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র – আলোর পথে
২) ধীনা ডান্স একাডেমি – বৈচিত্রে সৌন্দর্যে স্বাধীনতা
৩) ধৃতি নর্তনালয় – জয়ের আলোকবর্তিকা
৪) নৃত্যাঙ্গন নৃত্যকলা – সূবর্ণ বৃক্ষ
৫) নৃত্যাশ্রম – আবার আসিব ফিরে
৬) একাডেমি ফর মনিপুরী কালচার এন্ড আর্টস – বঙ্গমাতা
৭) কত্থক নৃত্য সম্প্রদায় – নারীর মুক্তিযুদ্ধ
৮) ধ্রুপদালোক – প্রদীপ্ত অগ্নি শিখা
৯) নর্ত্তন – আলোর পথযাত্রী
১০) ঘাস ফুল নদী – আলোকিত জয়যাত্রা
১১) দীক্ষা – স্মৃতিতে সোহাগপুর
১২) নৃত্যকথা – গণমাধ্যমে মুজিব
১৩) কং নৃত্যালয় – বঙ্গবন্ধুর বিজয় উল্লাস
১৪) নৃত্যাঙ্গন – জাতির পিতা আসুন আরেকটি বার
১৫) সপ্তস্বর সংগীত বিদ্যাপাঠ – আলোর দিশারী
১৬) নিশুতি – অবরুদ্ধ থেকে অনিরুদ্ধ
১৭) ধ্রুপদী নৃত্যালয় – পরিচয় ধানমন্ডি ৩২
১৮) নৃত্যাক্ষ – সোনার বাংলার সোনার ছেলে আমার বঙ্গবন্ধু
১৯) নবরস – মহাকাব্যের স্বপ্নদ্রষ্টা
২০) স্পন্দন – দামাল ছেলে
২১) শিখর কালচারাল অর্গানাইজেশন – সেই অন্ধকার
২২) ম্যাশ মাহাবুব কোরিওগ্রাফি টীম – ভেতর – বাহির