• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

শাহ নেওয়াজ, প্রবাসের অত্যন্ত এক  প্রিয়মুখ  

Reporter Name / ৮৬ Time View
Update : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

 

শাহ নেওয়াজ, প্রবাসের অত্যন্ত এক  প্রিয়মুখ  

 

বেলাল আহমেদ

 

নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির অতি পরিচিত মুখ লায়ন শাহ নেওয়াজ। একজন সফল ব্যবসায়ী, সমাজসেবী, সংস্কৃতিক অনুরাগীসংগঠন আর পৃষ্ঠপোষক। সবমিলিয়ে তিনি একজন সফল মানুষএকজন সংস্কৃতিমনা সাদা মনের

 

মানুষকমিউনিটির বন্ধুবৎসল মানুষ। কমিউনিটির যেকোন সভাসমাবেশ থেকে শুরু করে পথসভাবনভোজন, সংস্কৃতিক অনুষ্ঠান আর ধমীর্য় প্রতিষ্ঠান সবখানেই তার পরশ রয়েছে। কোথাও তিনি নেতৃত্ব দিচ্ছেন,আবার কোথাও তিনি পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়ে কমিউনিটিকে এগিয়ে নিয়ে চলেছেন।

জেমিনির সাথে আলাপকালে লায়ন শাহ নেওয়াজ বলেনতিনি খুলনার সন্তান। প্রায় এক যুগের অধিক সময় ধরে নিউইয়র্কে বসবাস করছেন। ছোটবেলা থেকেই সমাজসেবার প্রতি তার অন্যরকম ঝোক ছিলো। সময়সুযোগ পেলেই স্কুল জীবন থেকে মানুষের সেবার নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছেন। প্রবাসী জীবনের আগে দেশের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে থেকে মানব সেবায় কাজ করেন। সেই আলোকেই প্রবাসেও নিজেকে মানব সেবায় নিয়োজিত রাখছেন। নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে নিজের কর্মকান্ডের মধ্যদিয়ে তিনি প্রমাণ করেছেন যেতিনি একজন সাদা মনের মানুষ।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সর্বোচ্চ ডিগ্রীধারী শাহ নেওয়াজ ইতিমধে ̈ই তার কর্মকান্ড আর পৃষ্ঠপোষকতা দিয়ে কমিউনিটির সমাজসেবী হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিজনেস এডমিনিষ্টেশন এ মাস্টার্স ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে।

যুক্তরাষ্ট্রের অভিবাসী জীবনে আগে তিনি শিক্ষাজীবন শেষে বাংলাদেশ টোবাকো কোম্পানীতে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেন। পরবতীর্তে তিনি একজন প্রতিষ্ঠিত ব্য̈বসায়ী হিসেবে নিজেকে গড়ে তোলেন। ছিলেন নেওয়াজ গ্রুপ এর চেয়ারম্যান। এই গ্রুপের অধীনে সুপার মার্কেটগার্মেন্টস ফ্যাক্টরী, এম্রয়ডারী ফ্যাক্টরী, বায়িং অফিস প্রভৃতি প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

২০০৬ সালে যুক্তরাষ্ট্রে  প্রবাসী জীবন শুরুর পর থেকেই তিনি গিফট শপের মধ ̈দিয়ে ব্য̈বসায় আত্ননিয়োগ করেন। পরবতীর্তে তিনি নিউইয়র্কের এনওয়াই ব্রোকারেজ ইনক্ এর প্রেসিডেন্ট ও সিইও ছাড়াও প্রবাসের উল্লেখযোগ্য প্রতিষ্ঠন/সংগঠনগুলোর মধ্যে নিউইয়র্ক ইন্সুরেন্স ব্রোকরেজ ইনকনিউইয়র্ক কার এন্ড লিমো সার্ভিসেস ইনক, সম্প্রচারধীন সাউথ এশিয়ান মিডিয়া ইউএসএ ইনক (স্যাম টিভি),সাপ্তাহিক বর্তমান বাংলা ইনকবিনোদন ম্যাগাজিন জেমিনি ও পরিবর্তণএর সম্পাদকমন্ডলীর সভাপতি এবং ব্রোকারেজ ইনক ও এসএসআরআর প্রোপার্টিজ ইনকর প্রেসিডেন্ট এবং সিইও ছাড়াও গোল্ডেন এজ হোম কেয়ারএর প্রেসিডেন্ট ও সিইও। এছাড়াও তিনি বাংলাদেশীআমেরিকান লায়ন্স ক্লাব এর সাবেক প্রেসিডেন্ট, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা। তার স্ত্রী রানো নেওয়াজ প্রবাসের অন্যতম জনপ্রিয় সঙ্গী শিল্পী।

তিনি দেশ ও প্রবাসের বিভিন্ন ধমীর্য় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নিয়মিত পৃষ্ঠপোষক। প্রবাসের সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য শাহ নেওয়াজ ইতিমধ্যেই টিভি মিডিয়া ছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান কতৃক অ্যাওয়ার্ড লাভ করেছেন। যা তার কর্মপ্রেরণাকে আরো উদ্দীপ্ত করেছে।

লায়ন শাহ নেওয়াজ জানানগোল্ডেন এজ হোমকেয়ার এর ৯টি শাখা। প্রধান অফিস জ্যাকসনহাইটস ছাড়াও জ্যামাইকার হিলসাইড এভিনিউ ও জ্যামাইকা এভিনিউওজনপার্কের ব্রুকলীন,  ব্রঙ্কসেরইয়ংকার্স্ট্যাটেন আইল্যান্ড এর হোমকেয়ারের শাখা রয়েছে। এছাড়াও জ্যাকসন হাইটসে রয়েছে নিউইয়র্ক ইন্সুরেন্স কোম্পানী। এসব প্রতিষ্ঠানে বাংলাদেশী কমর্ক র্তা ছাড়াও অন্যান্য দেশের বিপুল সংখ ̈ক অভিবাসী এসব প্রতিষ্ঠানে কাজ করছেন। শাহ নেওয়াজ বলেনগোল্ডেন এজ হোমকেয়ার এর মাধ্যমে বাংলাদেশী কমিউনিটি ছাড়াও অন্যান্য কমিউনিটির সেবায় তিনি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছেন বলে জানিয়েছেন।

লায়ন শাহ নেওয়াজ সামাজিক কর্মকান্ড ছাড়াও সংস্কৃতিক কর্মকান্ড বিশেষ করে সঙ্গীত আর খেলাধুলার সাথেও ওতোপ্রতোভাবে জড়িত। তিনি মাতৃভাষা বাংলা ছাড়াও ইংরেজী ভাষা সহ আরো ৪টি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। তিনি প্রবাসী বাংলাদেশী ও সাউথ এশিয়ান কমিউনিটির সাথে মূলধারা অর্থাৎ আমেকিানদের সাথে সেতু বন্ধন রচনায় অব্যাহত ভূমিকা রেখে চলেছেন। এজন্য সপ্তাহের ৭দিনের ২৪ ঘন্টাই তার দুয়ার সবার জন্য খোলা। এছাড়াও লায়ন শাহ নেওয়াজ একজন নিভৃতচারী সমাজসেবী হিসেবে কমিউনিটির উন্নয়নে অবান রেখে চলেছেন। ব্যক্তিগত জীবন ছাড়াও তিনি তার পারিবারিক, ব্যবসা ও সামাজিক জীবনে একজন সফল ও স্বার্থক মানুষ। তিনি ফোবানা কনভেনশন ২০১৯ সালের আহ্বায়ক এবং বাংলাদেশ কালচারাল ফেস্টিভ্যাল নিউইর্য়কের ২০১৯ এর সফল কনভেনর ছিলেন।

লায়ন শাহ নেওয়াজ প্রবাসে বাংলাদেশী সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ ও পৃষ্ঠপোষক হিসেবে বিগত বছরগুলোতে নিউইয়র্কের ৫ বরোর চার বরোতে অর্থাৎ কুইন্স,

ব্রুকলীন,  ব্রঙ্কস ও ম্যানহাটনের  সামার ফেস্টিভ্যাল(পথসভা) আয়োজনের সাথে প্রত্যক্ষ্য ও পরোক্ষভাবে জড়িত থেকে ব্যবসা- বাণিচজ্যর প্রসার ছাড়াও কমিউনিটির কল্যাণে কাজ করছেন। এসব ফেস্টিভ্যালে ২০ হাজারের মতো অভিবাসীর অংশগ্রহণ লক্ষণীয়।

 

ব্যক্তিগত জীবনে লায়ন শাহ নেওয়াজ একজন সদালাপী, হাস্যজ্জল ও সুদর্শন মানুষ। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অ্যামব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটিসন্দ্বীপ সোসাইটি ইউএসএ এবং BACLAIএর আজীবন সদস ̈এবং নিউইয়র্কবাংলাদেশী লায়ন্স ক্লাবএর মেম্বার চেয়ার ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। এছাড়াও জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)এর সভাপতির দায়িত্ব পালন করেছেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category