• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

সহকর্মীদের শ্রদ্ধায় সিক্ত হলেন বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম বেলাল

Reporter Name / ৭৫ Time View
Update : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২২ (বাসস) : বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ সর্বস্তরের সাংবাদিক সহকর্মীদের শ্রদ্ধায় সিক্ত হলেন সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র সাবেক সিটি এডিটর শামসুল আলম বেলাল। আজ দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা শেষে তার প্রতি সাংবাদিক সহকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন।


জানাজায় অংশ নেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সফিকুল করিম সাবু, ডিইউজে’র সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজে’র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।


জানাজা শেষে শামসুল আলম বেলালের প্রতি জাতীয় প্রেসক্লাবে সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ এবং কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা এর পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে শামসুল আলম বেলালের মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্র বাসস’কে জানিয়েছে।


গত রাত ২টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সাংবাদিক শামসুল আলম বেলাল ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান।
শামসুল আলম বেলাল ১৯৫৮ সালের ১৫ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের ৭ জুলাই তিনি বাসসে যোগদান করেন এবং ২০২০ সালের ১৫ এপ্রিল অবসর গ্রহণ করেন। বাসসে দীর্ঘ কর্মজীবনে তিনি অনলাইন এডিটর এবং সিটি এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ শামসুল আলম বেলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। আজ এক শোক বার্তায় আজাদ তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

 সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সাবেক সিটি এডিটর শামসুল আলম বেলালের দাফন তার কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। আজ বাদ আসর শামসুল আলম বেলালের দ্বিতীয় নামাজে জানাজা তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।  জানাজার নামাজে কুমিল্লার বিভিন্ন স্থানীয় পত্রিকার সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, গণমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।এর আগে আজ দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা শেষে তার প্রতি সাংবাদিক সহকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। জানাজায় অংশ নেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সফিকুল করিম সাবু, ডিইউজে’র সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজে’র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। জানাজা শেষে শামসুল আলম বেলালের প্রতি জাতীয় প্রেসক্লাবে সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ এবং কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা এর পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে শামসুল আলম বেলালের মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে নিয়ে যাওয়া হয়।    গত রাত ২টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সাংবাদিক শামসুল আলম বেলাল ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান।শামসুল আলম বেলাল ১৯৫৮ সালের ১৫ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের ৭ জুলাই তিনি বাসসে যোগদান করেন এবং ২০২০ সালের ১৫ এপ্রিল অবসর গ্রহণ করেন। বাসসে দীর্ঘ কর্মজীবনে তিনি অনলাইন এডিটর, সিটি এডিটর ও বাণিজ্যিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ শামসুল আলম বেলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। আজ এক শোক বার্তায় আজাদ তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।এদিকে শামসুল আলম বেলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) এর সদস্যদের পক্ষে সভাপতি মো. শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল রিপন ও সাধারণ সম্পাদক আবুল বাশার রানাসহ ক্লাবের সদস্যরা। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

## জাতীয় প্রেস ক্লাব এ তাঁর শ্রদ্ধা জানাবার মুহূর্ত ধারন করেছেন বিখ্যাত সাংবাদিক আবু তাহের খোকন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category