ছবি ও রিপোর্ট মাইন উদ্দিন আহমেদ
বুধবার নিউইয়র্কে ব্রুকলিনের ওজোন পার্ক এলাকায় আততায়ীর গুলিতে মোদাসসর খন্দকার নামক এক ব্যক্তি নিহত হন। তাঁর স্মরণে আজ জুমার নামাজের পর এক শোক ও প্রতিবাদ সভা আল আমান মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, কমিউনিটি এ্যাক্টিভিস্টস এবং হাজার হাজার মানুষ যোগদান করেন। মোদাসসার খন্দকার
ওজোন পার্ক আল আমান মসজিদের সামনে নিজ বাড়ির কাছেই আততায়ীর গুলিতে নিহত হন। খবরে জানা গেছে, বুধবার রাত পৌনে ১২টার দিকে সাইপ্রেস হিলস এলাকা থেকে একজন গুলির শব্দ শুনে পুলিশে ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মোদাসসারকে উদ্ধার করে। জ্যামাইকা হাসপাতালে নেয়ার পথেই মারা যান ৩৬ বছর বয়স্ক মোদাসসার।
হামলাকারীকে গ্রেপ্তারে পুলিশি তদন্ত শুরু হয়েছে। কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি। নিহত মোদাসসার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও ছেলের সঙ্গে সাইপ্রেস হিলসে থাকতেন। ওই এলাকায় গত কয়েক সপ্তাহে বেশ কয়েকবার গোলাগুলির শব্দ শোনা গেছে। এই হত্যাকাণ্ড গাড়ি ছিনতাইয়ের প্রচেষ্টা হতে পারে বলে
সংশ্লিষ্টজনেরা অনুমান করছেন। স্থানীয় একজন বললেন, এই এলাকায় অনেক অপরাধ ঘটছে। আমরা ব্রুকলিন এবং কুইন্সের সীমান্তে বাস করি। প্রতি সপ্তাহে এখানে প্রচুর লুটপাট চলে। আমাদের সাহায্য দরকার। নিউইয়র্ক সিটির চারপাশে আগ্নেয়াস্ত্র সহিংসতার ঘটনা প্রচুর ঘটছে বলে মন্তব্য করলেন আরেকজন। আজকের শোকসভায় জনপ্রতিনিধি, ধর্মীয় এবং কমিউনিটি নেতৃবৃন্দ পুলিশ এবং শোকাহত জনগণ একমত হয়েছেন যে, এ শোক শুধু মোদাসসরের পরিবারেরই নয়, এ শোক সবার এবং এ জাতীয় ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সর্বমহলের সমবেত প্রচেষ্টা প্রয়োজন।