• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

১২ বৎসর ধরে মুখ দিয়ে খাবার না খাওয়া সেই অসুস্হ মানুষটিকে সামনে পেয়ে বুকে জড়িয়ে নিলেন ড.মোমেন।

Reporter Name / ৬৪ Time View
Update : বুধবার, ২ মার্চ, ২০২২

ইফজাল চৌধুরী

নিউইয়র্কে সিলেট সদর থানা এসোসিয়েসন এর একটি অনুষ্টানের ছবিতে দেখা যাচ্চে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বুকে জড়িয়ে নিলেন একজন প্রবীন মানুষকে
প্রবীন সেই ব্যাক্তিটির নাম হচ্চে কমিউনিটির সকলের প্রিয় মুখ
জনাব ছদরুন্নুর।
গ্রাম :জগদল।
উপজেলা :দিরাই ।
জেলা:সুনামগঞ্জ ।
বর্তমানে নিউইয়র্কের জামাইকার বাসিন্দা।

১৯৮৬ সালে আমেরিকায় পাড়ি দেন।
কমিউনিটির সকলের শ্রদ্ধাবাজন এই মানুষটি ছিলেন
জালাবাদ এসোসিয়েসন এর ট্রাষ্টি বোর্ডের সাবেক সদস্য।
জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির দীর্ঘদিনের উপদেষ্টা।
সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা।
গলায় ক্যান্সার হওয়ার কারনে যে মানুষটি বিগত ১২ বৎসর ধরে মুখ দিয়ে কোনো খাবার খান নাই ,
পেটের সাইট দিয়ে একটি টিউবের মাধ্যমে লিকুয়েড খাবার খেয়ে বেঁচে আছেন কিন্তু বাংলাদেশী কমিউনিটির প্রতিটি প্রগ্রামে তাহার সরব উপস্হিতি থাকে আল্লাহ যেন আমাদের ছদরুন্নুর ভাইকে সুস্হভাবে দীর্ঘায়ু দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category