রেজা মতিন
শেখ সাদী খান বাংলা গানের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। স্বাধীনতা পরবর্তী যে ক’জন সুরকার আধুনিক বাংলা গানের সুরের জগতে নতুন ধারা তৈরি করেছেন তিনি তাদের মধ্যে অন্যতম। ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুরে ১৯৫০ ইং সালের ৩ মার্চ বরেণ্য সংগীতজ্ঞ শেখ সাদী খানের জন্ম। তাঁর বাবা উপমহাদেশের বিখ্যাত সংগীত সাধক ওস্তাদ আয়াত আলী খাঁ, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ তাঁর চাচা।
বিশ্বের একজন প্রতিভাধর সুরস্রস্টা শেখ সাদী খান। শাস্ত্রীয় সঙ্গীতের এক মহীরুহ ব্যক্তিত্ব।
পাশাপাশি চলচ্চিত্রের সংগীত পরিচালক, সুরকার। দুই বার পেয়েছেন জাতীয় পুরস্কার, তিনবার পেয়েছেন বাচসাস পুরস্কার, মাসুদ করিম সম্মাননা সহ পেয়েছেন আরও অনেক পুরস্কার, পদক ও সম্মাননা।
তাঁর সুর করা গানের সংখ্যা প্রায় চার হাজার। উল্লেখযোগ্য গানের তালিকায় রয়েছে হাজার মনের কাছে প্রশ্ন রেখে, তুমি রোজ বিকেলে আমার বাগানে,
তোমার চন্দনা মরে গেছে,আমার এ দুটি চোখ পাথর তো নয়, ডাকে পাখি খোল আঁখি, ভালোবাসলেই সবার সাথে, জীবন মানেই যন্ত্রণা, হাজার মনের কাছে প্রশ্ন রেখে পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, ওগো বিদেশিনী তোমার চেরী ফুল দাও,কেন ভালোবাসা হারিয়ে যায়,
একি খেলা চলছে হরদম, কাল সারা রাত ছিল, একি খেলা চলছে হরদম,চন্দ্রসূর্য সবি আছে আগের মতোই,
বন্ধু পলাশ বলে দিও তারে,আমার রাজ্য তো নেই প্রভৃতি। গানের সুর করার পাশাপাশি প্রায় শতাধিক ছবির সঙ্গীত পরিচালনা করেছেন তিনি।