• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

‘স্বাধীনতা আমার অহংকার’ শীর্ষক ২৫ ও ২৬ মার্চ দুই দিনব্যাপী মেলা নিউ ইয়র্কে

Reporter Name / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

আশরাফুল হাবিব মিহির, নিউইর্য়ক

‘স্বাধীনতা আমার অহংকার’ শিরোনামে আমেরিকা বাংলাদেশী উইমেন এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশী পণ্যের প্রচার ও প্রসার বাড়াতে আগামী ২৫ ও ২৬ মার্চ দুই দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্রেতাদের পছন্দের পোষাক আর জুয়েলারী পণ্য উপস্থাপনের মাধ্যমে জ্যাকসন হাইটসের ৩৭-২১, ৭২ স্ট্রীটে অবস্থিত ইটজি চাইনিজ রেস্টুরেন্টের পার্কিং লটের ওপেন স্পেসে আমেরিকা বাংলাদেশী অনলাইন নারী উদ্দ্যোক্তা সাজাবেন তাদের প্রিয় স্টল। আমেরিকার বাজারে দেশীয় পণ্যের বিক্রয় ও প্রসার বাড়াতে প্রবাসী নারী উদ্যোক্তারা তৈরি পোশাক ও বিভিন্ন ধরনের জুয়েলারি পণ্য দিয়ে স্টল সাজাবেন। দীর্ঘ ঘরবন্দীর পর ক্রেতারা তাদের হাতের স্পর্শের মাধ্যমে বাহারি রং আর অপরুপ ডিজাইনের পোষাক এবং জুয়েলারী পণ্য কেনার সুযোগ পাবেন এই মেলার মাধ্যমে।

মেলায় আগত ভোজনরসিকদের জন্য থাকবে ঘরে তৈরী সুস্বাদু এবং স্বাস্থ্যকর বাংলা খাবার। ক্রেতা-দর্শনার্থীরা দেশী হরেক রকম পিঠা, কাবাব, দধি সহ অনেক সুস্বাদু  খাবারের  স্বাদ গ্রহণ করতে পারবে। মেলায় পাওয়া যাবে করম আলীর বাসায় তৈরী স্পেশাল ঘি। ক্রেতাদের পছন্দের কেনাকাটাকে আনন্দময় ও আকর্ষণীয় করার জন্য র‍্যাফেল ড্র এর ব্যবস্থা করা হয়েছে, এতে থাকছে আকর্ষনীয় পুরস্কার। র‍্যাফেল ড্র পুরস্কারের পৃষ্ঠপোষক করেছেন ফেসবুক পেইজ রুশ’মি ক্লোজেট- এর স্বত্বাধিকারী ফারজানা করিম, ক্রিস্টাল বাই মাহজাবীন- এর স্বত্বাধিকারী মাহজাবীন নাঈম , টিস্টাইল- এর স্বত্বাধিকারী থ্রেসিটা দে , অদ্রি ভিদ্রিও আর্ট- এর স্বত্বাধিকারী তূর্ণা অদ্রি সরিত, ফার’স এলিগেন্ট বুটিক- এর স্বত্বাধিকারী এশা ফারহানা, এনএস শাড়ী ঘর-এর স্বত্বাধিকারী নাসিমা আলী, মীর শিল্পী রফিক, রং এর স্বত্বাধিকারী অঙ্কিতা দাস, সৌমি নন্দী, এশ গ্যালারী-এর স্বত্বাধিকারী আশফারি নিগার।

মেলায় থাকছে সংগীত শিল্পী আলভান চৌধুরীর সংগীত পরিবেশনা। আমেরিকায় জন্ম গ্রহণ করেও বাংলা ভাষাকে আমেরিকার মাটিতে এবং বাঙ্গালী কমিউনিটির মাঝে সমুন্নিত রাখার অসামান্য অবদানের জন্য আমেরিকা বাংলাদেশী উইমেন এসোসিয়েশনের এর পক্ষ থেকে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে এই বাংলাদেশী বংশোদ্ভূত গুণী শিল্পীকে সম্মানিত করা হবে।

ছোট্ট সোনা মনিদের জন্য রয়েছে চিত্রাঙ্গণ প্রতিযোগীতা। চিত্রাঙ্গন প্রতিযোগীতায় অংশ গ্রহণনের জন্য নাম নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য এই নম্বরে ৩৪৭-৩০৭-০২৫০ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

মেলার আয়োজক সংগঠন আমেরিকা বাংলাদেশী উইমেন এসোসিয়েশনের সভাপতি শান্তুনু করিম জানান, দেশকে ভালবাসি, দেশকে ধারণ করি অন্তরে, দেশকে তুলে ধরি বিশ্বের কাছে, আর  ছোট এক বাংলাদেশকে উপস্থাপনার মধ্য দিয়ে প্রবাসী নারীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করাই ছিল এসোসিয়েশনটির প্রধান উদ্দেশ্য। তিনি আরো জানিয়েছেন একই স্থানে আগামী ১৫ রমজান থেকে চাঁদ পর্যন্ত “ঈদ মেলার” আয়োজন করা হয়েছে, অচিরেই বিস্তারিত তথ্য জানানো হবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category