-জাকিয়া রহমান
মেঘ দেখলেই তাকে মনে পড়ে কেন?
এতদিনতো ভেবেছি যা অলীক,
সে কি আমার মানসে ক্ষণিক
এক ভ্রমে, অলস মননে আঁকা এক ছবি?
যখন দু’নয়ন জানালা পেরিয়ে নীল আকাশে,
স্বপ্নিল দৃষ্টি মেলে আজান্তে হতো পলাতক কল্পনায়।
তখন তার সাথে, কোন জানা-অজানার ঝুলনায়-
দোল খেয়ে, খোলা আসমানে দোদুল্যমান।
মেঘের দেশে উড়ে উড়ে এঁকেছি সে ছবি।
দেখেছি প্রত্যাশার ফেনিল স্বপ্ন, মেঘ-স্রোতে ভাসমান।
সূর্য ডোবার রঙ মেখে, একাকার অনুভূতিতে-
অনুপম অনুরাগে এঁকেছি সে ছবি মনের তুলিতে।
পুলকের ছন্দ মেখে রচেছি পঙক্তি!
সে ছবি আর পঙক্তি কালের ঘূর্ণি কুহরে অদৃশ্য।
সত্যিই কি সে ছিল? চোখের ইশারায় ছিল কিসের ইশারা?
সস্মিত অবয়বে ছিল কি কোন অনুরাগ আভাস?
তারপর ডুবে গেছে সূর্য, নিশার আঁচলে সুপ্তি ব্যাকুল।
সে আর আসেনি, আমিও আর খুঁজিনি।
মনে হয়, আজ সে কি আমার ক্ষনিকের ভুল!
আবারো উড়ে যাওয়া মেঘ যেন বলে যায়,
সে আসলেই নেই কোথাও!
সে ছিল শুধুই আমার অলীক কল্পনায়।