• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

স্বাধীনতা দিবস নিয়ে একটি কবিতা – এক রক্ত কুসুম! জাকিয়া রহমান

Reporter Name / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

 

স্বাধীনতা দিবস নিয়ে একটি কবিতা – 

এক রক্ত কুসুম!

জাকিয়া রহমান

বুকে তখন জন্ম নিয়েছে, 

‘স্বাধীনতা’ নামের এক রক্ত কুসুম! 

ধরার বুক কাঁপিয়ে- দোর্দণ্ড রোষে,    

উদয় হল দানবের দল। 

আকাশ-বাতাস করে ঝাঁঝরা প্রচন্ড জুলুম   

হলো সূচনা – বিভাজিত করবে হৃদপিণ্ড।

উপড়ে ফেলে নিশ্চিহ্ন করবে সে রক্ত কুসুম!   

সে কুসুমের রেনুতে রেনুতে আপ্লুত, 

পাপড়িতে পাপড়িতে জয়গান রণিত- 

তোলে আরাধ্য ঝংকার।  

দিক্বিদিক বিদারী- রেশ তার সর্বত্র বিস্তারিত,  

স্বাধীনতার প্রেরণায় তেজস্বী চিৎকার।     

ঝাঁপিয়ে পড়ে দানবের অস্ত্রের,  

লক্ষ বারুদের ফুলকিতে-

নির্মম আঘাত রোধ করতে।   

সেদিনের শপথ- মায়ের বক্ষের অস্থি প্রতিরক্ষার।  

দানবের জিঘাংসাকে পদতলে দলে, 

নিশ্চিহ্ন করার অঙ্গীকার।  

নিজস্ব ভূমিতে প্রস্ফুটিত করতেই হবে, 

সে রক্ত কুসুম আবার! 

সেদিন করেছিল প্রতিজ্ঞা সন্তানেরা- 

নির্ভীক অন্তরে বিজয়ের আকাঙ্ক্ষায়, 

পদতল ছুঁয়ে মায়ের।   

স্বাধীনতা নামের রক্ত কুসুম ভূমিষ্ঠ হবেই,  

এ আমোঘ সত্য চিরদিনের!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category