• সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন
Headline
BAMGLADESHI AMERICAN COMMUNITY CHANGEMAKERS দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করতে একমত ড. ইউনূস ও শাহবাজ শরিফ ইউনূস-বাইডেন বৈঠক নিয়ে যা বলেছে হোয়াইট হাউস ‘রেমিট্যান্সযোদ্ধাদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেব’ দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য আধুনিক ব্যাংকিং ব্যবস্থা জরুরি : ড. যশোদা জীবন দেবনাথ মাহবুব সিরাজ তুহিন সাউথ অস্ট্রেলিয়ায় বাঙালি ছাত্র ও অভিবাসন প্রত্যাশীদের অভিভাবক সমৃদ্ধ বাংলাদেশের জন্য সুশাসন, শিক্ষার প্রসার ও প্রযুক্তির উন্নয়নে গুরুত্ব দিতে হবে : প্রীতি চক্রবর্তী গেঁটেবাত (Rheumatoid Arthritis) ডা. মন্জুর এ খোদা ষড়যন্ত্র-অরাজকতা কঠোর হাতে দমন করব : ড. ইউনূস ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ, চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ

সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হোল নিউ ইয়র্কে

Reporter Name / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

আশরাফুল হাবিব মিহির, নিউইর্য়ক

গত ৩০ মার্চ বুধবার সন্ধ্যা ৭.৩০টায় নিউ ইর্য়কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে শুরু হয়ে গেলো মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিনকে সামনে রেখে দুই দিনব্যপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব। দুই দিনব্যপী উৎসবের প্রদীপ প্রজ্জ্বালন করে উদ্বোধন করেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আরিফা পারভিন  মৌসুমী।

উৎসবে প্রদীপ প্রজ্জ্বলনের সময় অভিনেত্রী মৌসুমীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহসাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক মনজুর আহমদঅভিনেত্রী রেখা আহমেদ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান এবং কমিউনিটি নেতা নাসির খান পল।

স্বাধীন মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ আয়োজক কমিটির পক্ষ থেকে গোপাল সন্ন্যাল বলেনমহামারি করোনার কারনে গত দুই বছর এই অনুষ্ঠানটি করতে পারিনি। পাবনায় সুচিত্রা সেনের বাড়িটি স্মৃতি সংরক্ষণ মেমোরিয়াল হয়েছেআমরা যেভাবে চেয়েছিলাম সুচিত্রা সেন আর্কাইভসেভাবে হয়নি। কিন্তু আমরা চাই একটি সুচিত্রা সেন পরিপূর্ণ আর্কাইভ হোক, যতদিন পর্যন্ত এটা হবে না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার সভাপতি মিথুন আহমেদ বলেন, শুধু সুচিত্রা সেনের চলচ্চিত্র নয়সুচিত্রা সেনের চলচ্চিত্রের ধারায় এবং সেই ধারাবাহিকতায় আগামী প্রজন্মআগামীর দর্শকেরা এই গণমাধ্যমকেএই শিল্পকে বাঁচিয়ে রাখবার জন্য আপনারা সবাই সুন্দর চলচ্চিত্র দেখবেন।

অনুষ্ঠানের উদ্বোধক অভিনেত্রী মৌসুমী বলেনবাংলাদেশের পাবনায় জন্ম নেয়া সুচিত্রা সেন আমাদের গর্ব। তিনি কোন দেশে জন্ম নিয়েছেন আর কোন দেশে বেড়ে উঠেছেনএসবের উর্ধ্বে তিনি বাংলা ভাষাভাষী মানুষের প্রিয় নায়িকা। বাংলায় নায়িকা যত নায়িকা দেখিঅভিনেত্রী আমরা পেয়েছিসবাইকে তাঁর হাত ধরেই পেয়েছি। তাঁর অভিনয়তাঁর গান  এটাই হাতেখড়ি থাকে সব অভিনেত্রীর। যারাই আজ সফলপ্রত্যেকেই তাঁর চাহনিতাঁর অভিনয় দক্ষতাকে ধারন করেইতবে এই জায়গায় আসতে পেরেছি। আমার সবসময়ের জন্য ভালবাসা এই সংগঠনের জন্যযারা সুচিত্রা সেনকে ধারন করে্ এই প্রজন্ম পর্যন্ত নিয়ে এসেছেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন – অধ্যাপক হোসনে আরাডক্টর বিশ্বজিৎ রায়লেখিকা রওশন হকছড়াকার মন্জুর কাদেরআবৃত্তিকার  জি এইচ আরজুঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া এবং বাংলাদেশ ক্লাব ইউএসএর সভাপতি নুরুল আমিন বাবু। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সাগরিকা প্রদর্শিত হয়।  ৩১ মার্চ সন্ধ্যে ৭টা থেকে প্রদর্শিত হয়  সাড়ে চুয়াত্তর ও পথে হলো দেরী।  উল্লেখ্য মহানায়িকা নায়িকা সুচিত্রা সেন বাংলাদেশের পাবনা জেলায় ১৯৩১ সালের ৬ এপ্রিল জন্মগ্রহণ করেন। পাবনা জেলার গোপালপুর মহল্লার হেমসাগর লেনেই কাটে শৈশব ও কৈশোরের দিনগুলো। ১৯৪৭ সালে দেশভাগের পর তার পরিবারের সবাই ভারতে চলে যান।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category