• সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
Headline
BAMGLADESHI AMERICAN COMMUNITY CHANGEMAKERS দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করতে একমত ড. ইউনূস ও শাহবাজ শরিফ ইউনূস-বাইডেন বৈঠক নিয়ে যা বলেছে হোয়াইট হাউস ‘রেমিট্যান্সযোদ্ধাদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেব’ দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য আধুনিক ব্যাংকিং ব্যবস্থা জরুরি : ড. যশোদা জীবন দেবনাথ মাহবুব সিরাজ তুহিন সাউথ অস্ট্রেলিয়ায় বাঙালি ছাত্র ও অভিবাসন প্রত্যাশীদের অভিভাবক সমৃদ্ধ বাংলাদেশের জন্য সুশাসন, শিক্ষার প্রসার ও প্রযুক্তির উন্নয়নে গুরুত্ব দিতে হবে : প্রীতি চক্রবর্তী গেঁটেবাত (Rheumatoid Arthritis) ডা. মন্জুর এ খোদা ষড়যন্ত্র-অরাজকতা কঠোর হাতে দমন করব : ড. ইউনূস ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ, চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ

বাংলাদেশ মহিলা পরিষদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

Reporter Name / ৮৭ Time View
Update : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

মশিউর আনন্দ, ঢাকা:
আজ কেন্দ্রীয় শহীদ মিনারে “সমতার চেতনা প্রতিষ্ঠা করি, নারীর প্রতি সহিংসতা বন্ধে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলি” – এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসিনা খান; বিশিষ্ট চিত্রশিল্পী ও দৈনিক  প্রথম আলোর প্রধান শিল্পনির্দেশক শিল্পী অশোক কর্মকার; বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডার্স্টির ডিরেক্টর শাহানা জেফরীন। ঘোষণা পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন শেষে জাতীয়  সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শায়লা ইমাম কান্তা, বিপ্লবী কর্মকার ও সহশিল্পীবৃন্দ।

স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, স্বেচ্ছাসেবী এই নারী সংগঠনের ৫২বছরের পদযাত্রা অত্যন্ত গৌরবের।  নারী জাগরণের অগ্রদূত রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের পূর্বসূরীরা আামাদের পথ দেখিয়েছেন তারা এই গৌরবের অংশীদার। নারীর প্রতি সহিংসতা  আজ নারীর অগ্রযাত্রার পথে বড় বাধা। তিনি এসময় ৫২ বছরের নারী আন্দোলনের সফলতাকে ধরে রাখতে হলে কেন্দ্র ও তৃণমূলের সকল সংগঠককে নতুন কৌশল তৈরি  ও বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি নারী বান্ধব সকল আইনের কার্যকর প্রয়োগ এবং  নারী আন্দোলনের সাথে তরুণ সমাজকে যুক্ত করার আহ্বান জানান।
শুভেচ্ছা বক্তব্যে ঢাকা বিশ্বিবদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসিনা খান বলেন,  নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মহিলা পরিষদ যে কাজ করছে তার সুবিধাভোগী অনেক নারীই। ৫২ বছরে এসে নারীদের মধ্যে যে সাহসের সঞ্চার হতে দেখি তা মহিলা পরিষদ যুগিয়েছে। তবে ঘরের কাজের বোঝা এখনো নারীকেই বহন করতে হয়, এজন্য পুরুষদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।।
বিশিষ্ট চিত্রশিল্পী ও দৈনিক  প্রথম আলোর প্রধান শিল্পনির্দেশক শিল্পী অশোক কর্মকার বলেন, নারীর অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠিত না হলে কারো অধিকার প্রতিষ্ঠা হবে না। আজ নারীদের অগ্রযাত্রা দৃশ্যমান হলেও অধিকার প্রতিষ্ঠার জন্য আজও লড়াই করতে হয়।

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডার্স্টির ডিরেক্টর শাহানা জেফরীন বলেন, সমতার চেতনা প্রতিষ্ঠিত করতে প্রত্যেক নারীকে যোগ্য হতে হবে। পরিবারে, রাজনীতিতে নারীর নিজ অধিকারকে আদায় করে নিতে ভয়েজ রেস করতে হবে। কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা আজকের নারীদের অগ্রসর করেছে। ৫০ বছরে বাংলাদেশের অগ্রগতিতে নারীর অনেক ভ’মিকা আছে। অগ্রগতি হাজার হলেও নারী আজ কেমন আছেন সেটি এখন দেখতে হবে। আজ হাজার হাজার নারী সহিংসতার শিকার হচ্ছেন। ৫০ বছরে জাতীয় আন্দোলনের মাধ্যমে ও বৈশিক¦ নারী আন্দোলনের মাধ্যমে  নারীবান্ধব অনেক আইন  হয়েছে তবে তার প্রয়োগের ক্ষেত্রে থাকা বাধাকে ভেঙে দিতে হবে। তিনি এসময় সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলকে নারী পুরুষের সমতার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সংগঠকদের প্রতি তিনি ধর্মান্ধতায় আছন্ন সাম্প্রদায়িক শক্তির থেকে সাবধান থাকতে, দূর্নীতিবিরোধী আন্দোলন গড়ে তুলতে এবং তৃণমূলের আন্দোলনেকে শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।
আলোচনা শেষে  পটগান পরিবেশন করেন রূপান্তর থিয়েটার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক  উম্মে সালমা বেগম।
অনুষ্ঠান শেষে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি শহীদ মিনার প্রাঙ্গন থেকে  ঢাকা বিশ^বিদ্যালয়ের টি এস সি তে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে রাজু ভাস্কর্যের সামনে  মোমবাতি প্রজ্জলন

কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর, নারায়নগঞ্জ ও সাভার জেলাশাখার বিভিন্ন পাড়া কমিটির সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিক, সংগঠনের কর্মকর্তা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category