বব দেবাশিস দাস
অপরুপ প্রস্থান
এক দিন যদি চলে যাই এক দম না বলে,
না কোয়ে কোন কথা,
তুমি কি ব্যাথা পাবে ?
স্বপ্নেও তো ভাবোনি এমন হবে,
কতোকথা ছিলো
কত শত বিষয় আসয়,
না বলেই চলে যাবো দুম করে,
নিস্ফল তুমি খুঁজে খুঁজে হবে অশান্ত,
পর্বত আরোহী যেমন ঘেমে নেয়ে একাকার,
যেতে হবে আরো দূরে,
ছুঁতে হবে সাদা মেঘ
তবু কি তারে ছোঁয়া যায়,
আমার ছায়া স্পর্শ হবে না তোমার হাতে
স্বপ্নেরা যেমন অধরা থাকে,
আমি ও তেমনি রয়ে যাবো কোন এক না বলা দেশে ।
তাৎক্ষনিক হয়তো কেঁদে কেটে হবে নির্ভার,
কস্ট পাথর তবু রয়ে যাবে বুকের পাঁজরে ।
আমাদের আর দেখা হবে না,
বাইরে এতো রোদ্দুরেও
আমার ছায়া তোমার মায়া কে স্পর্শ করবেনা,
কি হবে তখন ?
অস্রু সজল অথবা চোখের কিছু নোনা জল,
কি অপরুপ প্রস্থান,
কি অদ্ভুত চলে যাওয়া,
এভাবেই যেতে হয় ।