• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

সুনীতির কি নীতি?  —-জাকিয়া রহমান

Reporter Name / ৯২ Time View
Update : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

 

সুনীতির কি নীতি? 

—-জাকিয়া রহমান

ও পাড়ার সুনীতি করে শুধু রাজনীতি,  

নাম সুনীতি বটে তবে ‘নীতি কি সুনীতি’?  

বুঝিনা রাজা নেই, তবু কেন রাজার নীতি?

কোথায় সে তোমার রাজা বলতো সুনীতি?

তুইতো বুঝিস না কিছুই, আরে ধুর বোকা! 

‘রাজ করা’ মানে শাসন, গনতন্ত্র এক ধোকা।  

যে নীতি রাখে দাবিয়ে, বেওকুফ জনতাকে – 

বসে রাজ জাঁকিয়ে, রাজনীতি বলে তাকে।  

লোভের বেসাতি মেলে, ভুলিয়ে ভালিয়ে! 

মিছেমিছি মিষ্টি কথার শত ফিকির চালিয়ে।   

 

কি বলিস! আমি জানি সব নাকি গণতন্ত্র?   

জনগণ যাই বলে, তাই নাকি হয় সব মন্ত্র?  

কি বলিস নতুন কথা! মাথা দেখি বড় শক্ত! 

তোর সেই বক্তৃতা ‘বন্ধুরা, শেষ বিন্দু রক্ত

দিয়ে করব রক্ষা, সোনার বাংলার স্বাধীনতা’।

আজ সেটা কৌতুক! পেয়েছিস পরাধীনতা?

আদর্শের পরছায়া জমিয়েছে কঠিন প্রস্তুর  

তোর বুদ্ধিহীন মস্তিস্ক  তাই শুধু খায় টক্কর! 

বাউন্সিং বল যেমন, প্রতিপদে জীবন চক্করে।  

এ পেচাঁল কিছুতে ঢুকবে না আমার মাথাতে। 

সব জানি, তাই আমি প্রস্তর আজ। চাস ভোট!

জানি, তোর চক্কর বক্কর! পাবিনা, চল ফোট! 

এসেছিস পাঁচ বছর পরে, তোর নেই নীতি!

কোন আক্কেলে কে রেখেছে নাম তোর সুনীতি? 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category