• শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

সঠিক ও গতিশীল নেতৃত্ব থাকলে বাংলাদেশের মানুষ অসাধ্য সাধন করতে পারে

অর্থকণ্ঠ প্রতিবেদক / ১১৮ Time View
Update : বুধবার, ৬ জুলাই, ২০২২


হোসনেআরা নুরী নওরীন
ভাইস চেয়ারম্যান
কর্পোরেট অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটি
ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ


অর্থকণ্ঠ প্রতিবেদক
গ্লোবাল ওয়ার্ল্ডের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের ই-কমার্সকে যারা দেশের অর্থনীতিতে সুপ্রতিষ্ঠিত করে চলেছেন তাদেরই একজন সফল ই-কমার্স তারকা হোসনেআরা নুরী নওরীন। তিনি দেশের ই-কমার্স খাতের অন্যতম উদ্যোক্তা এবং নওরীন’স মিরর-এর প্রতিষ্ঠাতা। তিনি প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)। তিনি ২০১১ সাল থেকে এ প্রতিষ্ঠানের শীর্ষ দায়িত্ব পালন করছেন। তিনি Jamdani Xpress-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও। তিনি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ক্রেডিট কো অর্ডিনেটর পদেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
সময়ের বিশিষ্ট এই নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব শুধু নিজের প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবেই দায়িত্ব পালন করছেন না, তিনি ই-কমার্স এবং e-CAB

এবং ই-কমার্স সেক্টরের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি ২০২১ সালের এপ্রিল মাস থেকে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর কর্পোরেট অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২০ সালের ১৭ জুলাই থেকে এই অ্যাসোসিয়েশনের মডারেটর।
আত্মপ্রত্যয়ী নারী উদ্যোক্তা হোসনেআরা নওরীন e-CA এর F

-কমার্স অ্যালায়েন্স-এর নির্বাহী পরিষদের সদস্য এবং অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন ২০২১ সাল থেকে। এই উদ্যমী নারী ব্যক্তিত্ব ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত E-commerce Association of Bangladesh-এর নির্বাহী পরিষদ সদস্য এবং কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড পার্টনারশিপ স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন।
যশোরের এক শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের সন্তান হোসনেআরা নুরী নওরীন যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাস করার পর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস সম্পন্ন করেন। তিন ঢাকার নর্দান ইউনিভার্সিটি ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতেও অধ্যয়ন করেছেন।
দেশের আইটি সেক্টরের গুরুত্বপূর্ণ খাত ই-কমার্স এখন বিশ্বব্যাপী বিস্তৃতি লাভ করেছে। ই-কমার্সকে বাদ দিয়ে বর্তমান অর্থনৈতিক বিশ্বের ব্যবসা-বাণিজ্য চিন্তাই করা যায় না। এমনই একটি গুরুত্বপূর্ণ সেক্টরে হোসনেআরা নুরী নওরীনের মতো সাহসী নারীদের পথ চলা সত্যিই দুরূহ। এর জন্য প্রয়োজন মেধা, পরিশ্রম এবং বিষয়ভিত্তিক জ্ঞান। উদ্যোক্তা হোসনেআরা নওরীন সকল গুণেই গুণান্বিত। এই সেক্টরে সফলতার সাথে কাজের স্বীকৃতি হিসেবে তিনি ইতোমধ্যে অনেক পদক ও সম্মাননা লাভ করেছেন। এর মধ্যে একটি হচ্ছে IT Iconic Awards 2021. Bay IT উদ্যোক্তা হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পদক ও সম্মাননা দেয়া হয়েছে। এছাড়া বেস্ট টিম পারফর্মার ও বেস্ট কনসিসট্যান্ট পারফর্মার হিসেবে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ‘ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড ২০২০’ অর্জন করেছেন তিনি। এসব পদক ও সম্মাননা তার কর্মময় জীবনকে অধিক অনুপ্রাণিত করছে বলে তিনি জানান।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর ২০২২ সালের নির্বাচনে তিনি বিশিষ্ট উদ্যোক্তা শমী কায়সারের নেতৃত্বাধীন অগ্রগ্রামী প্যানেলকে সমর্থন দিচ্ছেন।
বাংলাদেশে ই-কমার্স অর্থনীতিকে স্বচ্ছতার সাথে পরিচালনার লক্ষ্যে যথেষ্ট অনড় হোসনেআরা নুরী নওরীন। তিনি বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় রাষ্ট্র। এ দেশ বর্তমানে ডিজিটাল প্রযুক্তির সাথে সংযুক্ত হয়েছে। মানুষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘরে বসে অ্যারোপ্লেনের টিকিট পর্যন্ত কিনতে পারছে। চিকিৎসা সুবিধা নিতে পারছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রয়োজনীয় জিনিসপত্র যাচাই-বাছাই এবং ক্রয়-বিক্রয় করতে পারছে। ই-কমার্সকে আমরা যতো বেশি কাজে লাগাতে পারব ততোই দেশের উন্নয়ন গতিশীল হবে।


ই-কমার্স খাতের ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ নেত্রী হোসনেআরা নওরীন আরও বলেন, বাংলাদেশকে এখনও দুর্নীতির দেশ বলে অবজ্ঞার চোখে দেখা হয়- এমনকি ই-কমার্স ব্যবসার নামেও এখানে কিছু জালিয়াত চক্র দুর্নামের জন্ম দিয়েছে। কিন্তু সার্বিকভাবে যদি ই-কমার্স গুরুত্বসহকারে চালু করা যায় তবে দেশে দুর্নীতির লেশমাত্র থাকবে না; কারণ এটি একটি স্বচ্ছ পদ্ধতি।
তিনি বলেন, ই-কমার্সের ব্যাপক সম্ভাবনা বিদ্যমান। ক্রয়-বিক্রয়ে দরপত্র যাচাইয়ের সুযোগ আছে, এখানে পণ্যের মান ও গুণাগুণ পরীক্ষা-নিরীক্ষা করারও সুযোগ বিদ্যমান। তিনি আরো বলেন, ই-কমার্স মানুষের সময়কে অনেক বাঁচিয়ে দেয়; ফলে অন্যান্য কাজে মনোনিবেশ করতে পারে।
আত্মপ্রত্যয়ী নারী উদ্যোক্তা হোসনেআরা খান নওরীন বাংলাদেশের দৃশ্যমান ব্যাপক উন্নয়নে গর্বিত এবং আনন্দিত। বিশেষ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মতো বিশাল অর্জনকে তিনি স্বাধীনতার সুফল হিসেবে মনে করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অসাধ্য সাধন করতে পারে যদি সঠিক ও গতিশীল নেতৃত্ব থাকে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদৃঢ় নেতৃত্ব ও দিক নির্দেশনায় এদেশের মানুষ উদ্বুদ্ধ হয়ে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন। তিনি ঘোষণা দিয়েছিলেন, স্বনির্ভর সোনার বাংলা প্রতিষ্ঠার। আজ তাঁরই বিদুষী কন্যা, বিশ্বের মানবিক নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের সেই নির্দেশনাকে বাস্তবায়নের জন্যে কঠোর পরিশ্রম করে চলেছেন। তিনি অতিদ্রুত দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
হোসেনআরা নুরী নওরীন বলেন, আমাদের অর্জন অনেক। কিন্তু স্বল্পসংখ্যক দুর্নীতিবাজের জন্যে সরকারের অনেক অর্জন ম্লান হয়ে যায়। তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category